|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : “সরকারি নির্দেশ অমান্য করে সেলুন খোলা রেখে গ্রাহকদের চুল কাটতে গিয়ে বিপাকে পড়লেন এক সেলুন মালিক। পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দেয় সেলুনটি। এর ফলে অর্ধেক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হল ৬-৭ জন গ্রাহককে।
করোনা পরিস্থিতির জন্য সরকারি নির্দেশ রয়েছে রাজ্যের কোনও সেলুখোলা রাখা যাবে না। অথচ সেই নির্দেশ অমান্য করে জলপাইগুড়ির একটি সেলুন খুলে রেখে খোশ মেজাজেই গ্রাহকদের চুল কাটা হচ্ছিল। এতেই বিপাকে পড়েন সেলুন মালিক ও গ্রাহকরা। আচমকা পুলিশি হানার জন্য অর্ধেক চুল কাটা অবস্থায় বাড়ি ফিরে যেতে হল গ্রাহকদের।
শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়া পরেশ মিত্র কলোনি এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালী থানার সাদা পোশাকের পুলিশের অভিযানের পর সঙ্গে সঙ্গে সেলুনটি বন্ধ করে দেওয়া হয়েছে। যাদের অর্ধেক চুল কাটা হয়েছে এমন পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে পারছেন না তারা।