তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজনৈতিক কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্ষীরপাই শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ক্ষীরপাই ষোড়শী চৌধুরী সাংস্কৃতিক মঞ্চে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিত্ব মূলক রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হলো । পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । সূচনা লগ্নে মা মাটি মানুষের গান শোনান গোপাল অধিকারি এবং উদ্বোধনী নৃত্য করেন স্নেহা রানা। এই কর্মশালায় পশ্চিম মেদিনীপুরের 24 টি চক্রের 240 জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিনের কর্মশালায়  উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি আশীষ হুদাইত, পশ্চিম জেলার তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিমেষ দে, শিক্ষক সংগঠনের রাজ্য চেয়ারম্যান শ্যামপদ পাত্র, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, পশ্চিম মেদিনীপুর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চেয়ারম্যান শান্তনু দে, ক্ষীরপাই এর পৌর প্রশাসক বিশ্বেশ্বর পাহাড়ি সহ অন্যান্যরা। এদিনের এই রাজনৈতিক কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে চক্রের সভাপতি , কনভেনর ও শতাধিক শিক্ষক শিক্ষিকা হাজির হয়েছিলেন।

    ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আসিস হুদাইত জানিয়েছেন , আজকের রাজনৈতিক কর্মশালা তে স্থির হয়েছে বুথ, অঞ্চল ও ব্লকে শিক্ষক মহাশয়রা সাংগঠনিকভাবে প্রতিনিধিত্ব করবে। এছাড়াও তিনি জানিয়েছেন, প্যানডেমিক এর কারণে গত দু’বছর কোন সাংগঠনিক কর্মসূচি হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিটি চক্রে রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হবে ও নতুন সদস্যপদ নেওয়া হবে।

    পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনিমেষ দে বলেন, মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন শিক্ষা মূলক উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পেরগুলোর সুবিধা মানুষকে বোঝানো ও বিভিন্ন বিরোধীশক্তি যাতে মানুষকে বিভ্রান্ত না করে তার জন্য প্রাথমিক শিক্ষকরা সাধারণ মানুষকে একমাত্র সঠিক দিশা দেখাতে পারে । শিক্ষক জাতির মেরুদন্ড। সমাজকে তারাই আগে নিয়ে যেতে পারে। তিনি আরো বলেন, আমি সকল শিক্ষকগণকে নিয়ে সংগঠন শ্রীবৃদ্ধি করব, শিক্ষকরা যাতে আরও বেশি করে দলের কাজে লাগে এবং তার জন্য আমি আরো সচেষ্ট হব এবং দিনরাত আমি সমস্ত প্রাথমিক শিক্ষক এর পাশে থেকে কাজ করব।

    এদিনের এই রাজনৈতিক কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে চক্রের সভাপতি , কনভেনর ও শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত থেকে কর্মশালা কে সাফল্য মণ্ডিত করেন।