|
---|
মিজানুল কবির,নতুন গতি,কলকাতা : ২০১৮ সালের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেল ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ।তৃতীয় স্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল।বিশ্বের ১০ টি দূষিত শহরের মধ্যে ৭ টি ভারতবর্ষে বর্তমান। ভারতের গুরুগ্রাম,গাজিয়াবাদ, ফরিদাবাদ,নয়ডা,ভিওাডি শহরগুলি বায়ুদুষনের ফলে সবচেয়ে ক্ষস্তিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ রয়েছে ।
এছাড়াও পাকিস্তানের ফয়সালাবাদ এবং চীনের হোতান শহর প্রথম দশের তালিকায় স্থান পেয়েছে।আইকিউ এয়ারভিজুয়াল এন্ড গ্রিনপিস নামক সংস্থা প্রতিবছর এই তালিকা প্রকাশ করে থাকে।জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে পরিবেশবিদদের কপালে চিন্তার ভাজ ফেলেছে দীর্ঘদিনধরেই। জলবায়ু পরিবর্তন দূষণের জন্য অনেকাংশে দায়ি বলে তথ্যে উঠে এসেছে। ” বায়ুদূষণ দিন দিন আমাদের শৈশব কেড়ে নেওয়ার পাশাপাশি ভবিষতকেও অন্ধকার করে চলেছে ” বলে জানান গ্রিনপিসের দক্ষিণপূর্ব এশিয়ার এক্সকিউটিভ ডাইরেক্টর ইয়েব সানো। তার মতে প্রতিবছর ২২৫ বিলিয়ন ডলার অর্থ বায়ুদূষণজনিত চিকিৎসাখাতে ব্যায় হয়ে থাকে । ” অবিশ্বাস্য হলেও সত্যি এশিয়া মহাদেশের আঠারোটি দেশ প্রথম কুড়ির তালিকায় রয়েছে” বলে তার বয়ানে উল্লেখ করেন তিনি।