|
---|
সম্প্রীতি মোল্লা, ভাতার : পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আগামী ১০ই নভেম্বর, ১১ই নভেম্বর ও ১২ ই নভেম্বর নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘পল্লী গান্ধী’ খ্যাত ভোলানাথ সেন মহাশয়ের জন্ম শতবর্ষ উদযাপন করা হবে মহা ধুমধামে। তাই তাদের আগাম কার্যকলাপ ও কি কি অনুষ্ঠান রয়েছে সে নিয়ে ভাতার মেমোরিয়াল সোসাইটির সদস্যরা বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করলেন।উপস্থিত ছিলেন ভোলানাথ সেন মেমোরিয়াল সোসাইটির সভাপতি স্বপন চ্যাটার্জি, সম্পাদক শ্রী প্রদ্যুৎ পাল, সহ সংস্থার অন্যান্য সদস্যরা। তাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ১০ ই নভেম্বর শোভাযাত্রা দিয়ে শুরু হবে অনুষ্ঠান, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ই নভেম্বর ভাদু গানের প্রতিযোগিতা ও ১২ ই নভেম্বর বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানা গেছে ।