পল্লীমঙ্গল সমিতির ৮০ তম বর্ষের খুঁটি পুজো হল

২৯ আগষ্ট, সেখ সামসুদ্দিন : খেলা হবে থিমে পল্লীমঙ্গল সমিতির ৮০ তম বর্ষের খুঁটি পুজো হল। ১৯৪১ সালে পথ চলা শুরু করে এই পুজো পা দিল ৮০ বছরে। কোভিড আবহে অনাড়ম্বরভাবে এইবারের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। কোনো অতিথি ছাড়াই শুধুমাত্র ক্লাবের গুটি কয়েক সদস্য ও কর্মকর্তাকে নিয়ে উদযাপিত হয়। পুজো কমিটির তরফে মৃণাল কান্তি কোলে জানান, কোভিড পরিস্থিতিতে বাজেটে কাটছাঁট করা হয়েছে। কারণ স্পনসরশিপের অবস্থা খুব খারাপ, আগের বছরের তুলনায় আরো খারাপ। পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান এই বারের থিমের নাম “খেলা হবে” , করোনাসুরকে হারিয়ে মা দুর্গার খেলায় জেতার খেলা হবে এইবার এই আশায় বুক বাঁধছে ও থিমে ফুটিয়ে তুলছে পল্লীমঙ্গল সমিতির সদস্যরা।