পঞ্চায়েত কর্মচারী সিমিত উদ্যোগে কেন্না নিমো২ দেহুড়া গ্রামে ত্রাণ দিলেন

নূর আহামেদ : ১৪ জুন, রবিবার,পশ্চিম বঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে মেমারি কেন্না নিমো ২ পঞ্চায়েতের দেহুড়া গ্রামে রবিবার সকাল ১০টা নাগাদ ৮০ জন গরীব দুঃস্থ মানুষদের মধ্যে ১৪ রকমের খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা কমিটির প্রতিনিধি দল। খাদ্য সামগ্রী বিতরণ সভায় উপস্থিত ছিলেন আলিজান মন্ডল, সুমন কল্যাণ মাঝি, নিতাই‌ মোলদার, বিদ্যুৎ রায়। সংস্থার পক্ষ থেকে আ্লিজান মন্ডল জানান যে, দেশের বর্তমান পরিস্থিতিতে করোনা ও আমফানের ফলে দিনমজুরা কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। রাজ্য ও কেন্দ্র সরকার সেইভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন না, দুই সরকারই ত্রাণবন্টনের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ তাই আমরা পশ্চিম বঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির উদ্যোগে ও কর্মীদের নিজস্ব আর্থিক সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে একমাত্র বামপন্থী সংগঠনই  রাজ্যের বিভিন্ন জায়গায় দিনমজুরের পাশে এসে দাঁড়িয়েছে।