আদিবাসী পরিবারের মেয়ে মিনা টুডু দিনমজুরের কাজ করেও মাধ্যমিকে ৮৩% নম্বর

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ আদিবাসী পরিবারের মেয়ে মিনা টুডু তার বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের নন্দীগ্রামের আদিবাসী পাড়ায়। মিনা টুডু মেঝিয়ারী চঞ্চলা বালা বিদ্যালয়ে পড়াশোনা করে। মেঝিয়ারী চঞ্চলা বালা বিদ্যালয় থেকে সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মিনা টুডুর প্রাপ্ত নম্বর হল ৪২১ (৮৪%)। মিনা টুডুর বাবা অনিল টুডু বাইরে কাজ করেন এবং মা মরিরাম টুডু একজন অঙ্গনওয়াড়ি কর্মী। মিনা টুডু প্রতিদিন তিন ঘণ্টা করে পড়াশোনা করার পাশাপাশি বাড়ির সংসারের কাজের সাথে সাথে দিন মজুরেও কাজ করে। একজন মাত্র প্রাইভেট টিউটর ছিল এই মেধাবী ছাত্রীর। মিনা টুডু ভালো রেজাল্ট করাতে এলাকাবাসীরা খুব গর্বিত।

    আজকে মিনা টুডুকে সংবর্ধনা জানালেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত। ওনারা পেন, ডাইরি, মিষ্টি, সেনিটাজার, মাক্স মিনার হাতে উপহার হিসাবে তুলে দিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল নেতা চীরঞ্জীব রায়, গৌতম রেজ। কাটোয়া বিধানসভার জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান দিপক সেন এদিন মিনা টুডুর হাতে উপহার হিসাবে কিছু অর্থ তুলে দিলেন। মিনা টুডুর পড়াশোনার বিষয়ে সাহায্য করবেন বলে এদিন আশ্বাসও দিলেন সভানেত্রী নিষাদ সামন্ত।