হাথরাস কাণ্ডের প্রকৃতি দোষীদের নিরাপত্তা দিয়ে নির্দোষ মুসলিমদের গ্রেফতারের বিরুদ্ধে দেশব্যাপী পপুলার ফন্ট ওফ ইন্ডিয়ার বিক্ষোভ প্রদর্শন

নতুন গতি ওয়েব ডেস্ক : কিছুদিন আগে উত্তর প্রদেশের মনীষা বাল্মীকি নামের এক দলিত মেয়ে গণধর্ষণ হয়, ধর্ষণ করার পর মেয়েটির পিঠের হাড় ও জিব কেটে দেয় ধর্ষকেরা, হাসপাতাল নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় মেয়েটির। মৃত্যু হওয়া সেই রাতের মধ্যে মৃতদেহ কে পুড়িয়ে দেই উত্তর প্রদেশ পুলিশ, এমনকি মেয়েটির মৃতদেহ কে তার নিজের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে দেইনি উত্তর প্রদেশ পুলিশ। এই ঘটনা জানাজানি হওয়ার সাথে সাথে সম্পূর্ণ এলাকা সহ দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়ে যায়।

    হাথরসের এই ঘটনার জন্য চাপের মধ্যে পড়ে যায় উত্তর প্রদেশ যোগী সরকার। প্রকৃত দোষীদের নিরাপত্তা দিচ্ছে বলেই দেশব্যাপী আঙুল উঠে চলেছে যোগী সরকারের বিরুদ্ধে। নিজের উপর আসা অভিযোগ কে সম্পূর্ণ ভাবে অন্যের কাঁধে চাপিয়ে একটি চক্রান্ত করেছে বলে অভিযোগ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ।

    হাথরাসের এই ঘটনার প্রকৃত যারা ধর্ষক তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার না করে ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা আতিকুর রহমান কে প্রথমে গ্রেফতার করে পুলিশ, পরবর্তীতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ৩ জন সদস্য কে গ্রেফতার করে পুলিশ। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের গ্রেফতারের পরে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জাতীয় সম্পাদন আনিস আহমদ জানান যে দেশে হওয়া প্রতিটা crime কে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর চাপিয়ে দিচ্ছে দেশের ফ্যাসিবাদি সরকার। আজকে প্রথম না এর আগেও প্রতিনিয়ত এই রকম করেছে সরকার। তিনি হাসতে হাসতে বলেন যে যদি মহারাষ্ট্রে বিজেপি সরকার থাকতো তাহলে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যর অভিযোগও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর চাপিয়ে দিত সরকার। তিনি বলেন এর আগেও অনেক অভিযোগ চালিয়েছে কিছু প্রমাণ করতে পারেনি এবারও পারবে না।

    যোগী সরকারের দ্বারা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উপর লাগানো সমস্ত অভিযোগ, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের গ্রেফতারের বিরুদ্ধে ও হাথরাসে ধর্ষিত মনীষা বাল্মীকি ন্যায় বিচারের দাবিতে আজকে দেশব্যাপী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিক্ষোভ প্রদর্শন হয়।

    আজকে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় দেখা যায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিক্ষোভ প্রদর্শন । বীরভূমের রামপুরহাট, উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ – সাগরদিঘী – লালগোলা সহ ইসলামপুরে বিক্ষোভ প্রদর্শন দেখা যায়।

     

     

    আজকে মুর্শিদাবাদ জেলার ‘ডমকল – ইসলামপুরে’ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একটি বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি সাহাবুদ্দিন মহাশয়, ডোমকল সাব ডিভিশন এর প্রেসিডেন্ট হাকিকুল ইসলাম , সেক্রেটারি – মণ্ডল সেলিম , এসডিপিআই ( SDPI) এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম মহাশয় সহ একাধিক নেতৃবৃন্দ। ইসলামপুরের এই সভায় উত্তর প্রদেশে জঙ্গল রাজ, পুলিশ রাজ, গণধর্ষণ, হত্যা, কেন্দ সরকারের কৃষি বিরোধী বিল প্ৰভূতির বিরুদ্ধে প্রতিবাদ করা হয় তাছাড়া দেশব্যাপী রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করা হয় যোগী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে।