|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদনপত্র আহবান করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিতর্কিত বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক আনিস আহমেদ।
নাগরিক সংশোধনী আইন 2019 এখনো প্রক্রিয়াধীন রয়েছে তা সত্ত্বেও গত মাসের 24 মে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তান আফগানিস্থান এবং বাংলাদেশ থেকে এদেশে আসা হিন্দু শিখ-জৈন-বৌদ্ধ এবং খ্রিস্টান (মুসলিম বাদে) শরণার্থীদের এদেশের নাগরিকতা লাভের জন্য আবেদন করতে বলা হয়েছে। ঐ সমস্ত শরণার্থী বর্তমানে গুজরাট,রাজস্থান,ছত্রিশগড়, পাঞ্জাব ও হরিয়ানার তেরোটি জেলাতে বাস করছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের ঐ বিজ্ঞপ্তির বিরুদ্ধে অভিযোগ করে পপুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক আনিস আহমেদ বলেন “এর মাধ্যমে ঘুরপথে CAA বাস্তবায়নের চক্রান্ত করছে কেন্দ্র”।
সুপ্রিমকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় আনিস আহাম্মেদ আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিকে যেন অসাংবিধানিক, বঞ্চনামূলক এবং ভারতের সংবিধানের 14 নম্বর ধারা বিরোধী বলে ঘোষণা করা হয়। কেননা এই বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নাগরিকতা আইন 1955 এর 5 ও 6 নম্বর ধারার অধীনে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ন্যাচারালাইজেশনের মাধ্যমে শরণার্থীদের ভারতের নাগরিকত্ব লাভের অধিকার রয়েছে তা মুসলিম শরণার্থীদের বেলায় খর্ব করা হয়েছে ধর্মের ভিত্তিতে। আনিস আহমেদ এর করা জনস্বার্থ মামলায় ভারতীয় নাগরিকত্ব আইন 1955 এর 16 নম্বর ধারার আড়ালে ক্ষমতার অপব্যবহারের কেন্দ্র সরকারের প্রয়াসের উপর বিধিনিষেধ আরোপের আবেদন জানানো হয়েছে।