পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার উপর সমস্ত চক্রান্তের পরও সফল হলো অনলাইন কনফারেন্স প্রকাশ হলো তাদের গোপন এজেন্ডা

পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার উপর সমস্ত চক্রান্তের পরও সফল হলো অনলাইন কনফারেন্স ” প্রকাশ হলো তাদের গোপন এজেন্ডা

    আলম সেখ, নতুন গতি : দেশের অসহায়, দরিদ্র, পরিযায়ী শ্রমিকদের কথা না ভেবে হঠাত করে পুরো দেশ কে লকডাউন করে দিয়ে নিজের গোপন এজেন্ডা চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদী সরকার, এই জটিল পরিস্থিতিতে এসেও তাদের মূল যেই কাজ তা চালিয়ে যাচ্ছে তারা তাই তাদের সেই গোপন এজেন্ডা কে প্রকাশ করার জন্য অনলাইন কনফারেন্সের ব্যবস্থা করেন পপুলার ফন্ট অফ ইন্ডিয়া । গতকাল ১০ মে সকাল ১১ টায় কনফারেন্সের সময় নির্ধারিত ছিল কিন্তু কালকে পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার ফেসবুক অফিসিয়াল পেইজ ও তাদের ইউটিউব চ্যানেল কে বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২. ৩০ পর্যন্ত কাজ করার পর ইউটিউব চ্যানেলে ঠিক করা যায় কিন্তু ফেসবুক পেইজ ওপেন হয়নি।

    গতকাল যেই কনফারেন্সে হয়েছে তার নাম ছিল লকডাউন ফ্যাসিবাদ, গোপন অভিসন্ধির পর্দা ফাঁস এই শিরোনামে। এই যে লকডাউন ফ্যাসিবাদ শব্দটা দেখছেন এটা কালকেই প্রমাণ করে দেখিয়ে দিলেন পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক আনিস আহমেদ।

    তিনি বলেন যে আজকে আমাদের কনফারেন্স কে বাতিল করে দেওয়ার চক্রান্ত হয়েছে , তারা আমাদের আওয়াজ কে বন্ধ করে দিতে চাইছে। লোক যখন ঘরের মধ্যে আবদ্ধ তখন এই ফ্যাসিবাদী সরকার একটার পর একটা মানবাধিকার কর্মী কে গ্রেফতার করেই চলেছে। CAA বিরোধী বিক্ষোভের সেই নেতৃত্ব দাতা দের টার্গেট করে UAPA আইন চাপিয়ে গ্রেফতার করেই চলেছে, আনিস আহমেদ বলেন এটাই সরকারের ভয়, RSS, সঙ্গ পরিবার, BJP যে দেশের activist দের কতোটা ভয় পায় তা চোখের সামনে দেখা যাচ্ছে। তিনি এই ফ্যাসিবাদী দের চক্রান্ত কে রোখার জন্য দেশের স্যাকুলার সংগঠন বিশেষ করে মুসলিম সংগঠন গুলোকে একটা প্ল্যাটফর্মে আসার আহবান জানান।

    কালকের এই অনলাইন কনফারেন্স প্রধান বক্তা ছিলেন পপুলার ফন্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ওএমএ সালাম মহাশয় আরো উপস্থিত ছিলেন – আনিস আহমেদ সাধারণ সম্পাদক, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। শীকান্ত সান্থাল “প্রাক্তন আইএএস কর্মকর্তা (আইএএস অফিসার, এনআরসি এনপিআর সিএএর বিরুদ্ধে পদত্যাগ করছেন)। রবি নায়ার” নির্বাহী পরিচালক, এসএইচআরডিসি। সৈয়দ খলিল উর রেহমান সাজ্জাদ নোমানী ” ইসলামী স্কলার। তসলিম রহমানি” জাতীয় সচিব, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। রাজরত্ন আম্বেদকর” জাতীয় রাষ্ট্রপতি ইন্টেলিজেন্ট সোসাইটি অফ ইন্ডিয়া।

    কালকে অনেক বাধার পরও শুধু ইউটিউবে অনলাইন কনফারেন্স লাইভ দেখেছে ১ লাক ৩০ হাজার লোক, আর তাদের লকডাউন ফ্যাসিবাদ শিরোনাম টুইটারে ১২ নাম্বার ট্রেন্ডিং আসে।