|
---|
নিজস্ব প্রতিনিধি : আজিজুর রহমান, বর্ধমান : গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক করল স্কুল কতৃপক্ষ। যেখানে স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করার ব্যবস্থা করেন বিশিষ্ট সমাজ সেবী সেখ আব্দুল লালন। এদিন মৌখিরা, আদুরিয়া, গেঁড়াই ও মাজুরিয়া এই ৪টি স্কুলের শতাধিক কৃতি ছাত্র ছাত্রীরা হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রত্যেক ছাত্রের হাতে একটি করে ডিকশনারি, স্মারক, ফুল ও পেন তুলে দেওয়া হয়। পাশাপাশি ৮০ জন শিক্ষককে একই ভাবে সম্বর্ধনা দেওয়া হয়। জানতে পারা গেছে বিশিষ্ট সমাজসেবী আব্দুল লালনের উদ্যোগে মঙ্গলবার ওই অনুষ্ঠানটি করা হয়। এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মনসুর আলী, বিশিষ্ট সমাজসেবী শেখ রবিউল ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টলি অভিনেতা সঞ্জু। প্রধান শিক্ষক মনসুর আলি বলেন, আব্দুল লালন সাহেব সকলের পাশে দাঁড়ানোর জন্য বর্তমানে দাতা লালন হিসাবে পরিচিতি লাভ করেছেন। তিনি সবসময় তাদের স্কুলকে খুব সহযোগিতা করেন। এমন মানুষকে সমাজে খুবই প্রয়োজন। এলাকার ছাড়াও বাইরে অঞ্চলে বহু ফুটবল খেলায় তার আর্থিক সহযোগিতা থাকে। এতে যুবক শ্রেনী বেশই উপকৃত হচ্ছেন। ওই বিষয়ে লালন বাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মায়ের মতো। তিনি সবসময় আমাদের আগলে রেখেছেন। তার দেখানো পথেই আমি এগিয়ে চলি। আমি রাজনীতি সাথে সাথে ব্যবসা করি। সেখানে উপার্জনের একটা অংশ আমি সমাজের কাজে ব্যয় করি। আজকে পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য স্কুলের কৃতীদের পুরস্কৃত করলাম। তাছাড়াও ওই কাজ আজীবন চালিয়ে যাবার চেষ্টা করছি। পরেও আমি ওই স্কুলকে সবরকম ভাবে সহযোগিতা করবো।