প্রতিবাদে রাস্তায় ইমন মাইম

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : হাবড়া থানার অন্তর্গত মসলন্দপুর ‘ইমন মাইম’ একটি সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা। সারা বছর রাজ্য ও রাজ্যের বাইরে তারা মুকাভিনয় পরিবেশন করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ক্রিয়াকালাপে তারা বাড়িয়ে দেয় হাত। গত ১১ ই আগস্ট মসলন্দপুরে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম মৃত্যুবার্ষিকীতে শহীদ স্মরণে একটি প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করে। ওই একই দিন অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে কলকাতা আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র মহিলা ডাক্তারকে পৈশাচিক নির্যাতন ও নিশংসভাবে খুনের প্রতিবাদে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও সঠিক ন্যায় বিচারের দাবিতে ইমন মাইম সেন্টারের পক্ষ থেকে এক পদযাত্রা আয়োজন করা হয়। সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও এই পদযাত্রায় পা মেলায়।