|
---|
রেশমিকা ইয়াসমিন, হাড়োয়া : বর্ষার মরশুমে কয়েক লক্ষ বৃক্ষরোপণ অভিযানে উঃ ২৪ পরগনা বনবিভাগ। প্রতিবছর ১৪ থেকে ২০ জুলাই মহাসমারোহে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বনমহোৎসব পালিত হয়। ব্যতিক্রম ছিল না উত্তর 24 পরগনা জেলা প্রশাসন ও বনবিভাগ এর উদ্যোগে বনমহোৎসব।গত ১৮ জুলাই বারাসাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলার বার্তা রেখে শেষ হয়েছিল অনুষ্ঠানটি। অনুষ্ঠানের রেশ ধরেই বৃহস্পতিবার জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হবে। জেলা বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ন গোস্বামী সব সময় নজর রেখে চলেছেন জেলা জুড়ে সবুজায়নের বাতাবরণ ঠিক রাখতে।। এ বিষয়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন বন বিভাগের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদকে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব প্রকল্পগুলি সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বদ্ধপরিকর জেলা প্রশাসন। বিভাগীয় কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন আমাদের লক্ষ্য জেলা জুড়ে সবুজের সমারোহ গড়ে তোলা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে পাথেয় করে পরিবেশের বৈচিত্র ঠিক রাখতে জেলা বনবিভাগ অত্যন্ত দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কর্মপদ্ধতি পরিচালনা করে চলেছে। বৃহস্পতিবার দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের পার্শ্বস্ত ময়দানে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচির মধ্যে দিয়ে যে কাজে সূচনা হয়েছে তা ধাপে ধাপে জেলার প্রতিটি ব্লকে কর্মসূচি রূপায়িত হবে।
বৃহস্পতিবার,উঃ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও জেলা পরিষদের ব্যবস্থাপনায় হাড়োয়া বিধানসভা এলাকার দেগঙ্গা বিএল এন্ড এলআরও অফিস সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ কর্মসূচী রুপায়িত হয় জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ এর নেতৃত্বে। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফায়িম আলম, আইসি দেগঙ্গা অর্নব গাঙ্গুলী, জনপ্রতিনিধি আনিসুর রহমান,উষা দাস,প্রিয়াঙ্কা মন্ডল দাস,রবিউল ইসলাম রবি,আশাদুল হক সর্দার,সুপ্রতিম মোছলেমা বিবি,শিউলি খাতুন, আব্দুর রউফ,সাইফুল ইসলাম মন্টু, লাভলী খাতুন, হাফিজুর রহমান, মাওঃ হাসানুজ্জামান, গিয়াসউদ্দিন,তারক চ্যাটার্জি,বাবলু,পাড়ুই, মহিদুল,প্রমুখ।