সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পরিবেশ মেলাকে বাছল রাজ্য সরকার

বিধান ধুয়া,বড়জোড়া:

    পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবেশ দপ্তরের উদ্যোগে বাঁকুড়া জেলার বড়জোড়ায় পরিবেশ মেলা ২০১৯ এর সমাপ্তি ঘোষিত হল। দুই দিন ধরে চলা এই অনুষ্ঠানের শেষ দিনে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের চাষিদের জন্য চালু করা সামাজিক প্রকল্প “কৃষক বন্ধু” প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয় পরিবেশ দপ্তর।
    এই মেলায় প্রথম নাম নথিভুক্তকরণ এর ভিত্তিতে বড়জোড়া ব্লকের খাঁড়ারী অঞ্চলের উয়রা ও তালানজুড়ি মৌজার গ্রামের কৃষক দের নাম নথিভুক্ত করা হয়েছিলো।তার মধ্যে ১১ জন চাষির হাতে চেক তুলে দেওয়া হয়, তার পরিমান ছিলো ২২৫০০ টাকা। কৃষক বন্ধু পরিষেবা প্রকল্পের চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ‍্যক্ষ মাননীয় সুখেন বিদ মহাশয়,বড়জোড়া ব্লক তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় কালিদাস মুখোপাধ্যায় মহাশয় সহ বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কাজল পোড়েল মহাশয়া ও বড়জোড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয়া রমা রায় মহাশয়া, সকল বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য মাননীয় আমজাদ মন্ডল মহাশয়,মাননীয় গনেশ বাউরি মহাশয়, মাননীয়া জয়তী ঘোষ মহাশয় সহ কৃষি অাধিকারী মাননীয় গৌতম মজুমদার মহাশয় প্রমুখ। কালিদাস মুখোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছেন। এতে চাষিরা উপকৃত হবেন।এ দিন চেক নিতে আসা চাষিদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।