পরিবেশ রক্ষায় প্রধান শিক্ষকের অভিনব বৃক্ষচারা বিতরন

আয়ুব আলি, নতুন গতি : গাছ লাগান, গাছ বাঁচান শ্লোগান নিয়ে উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমায় নৈহাটি অবর বিদ্যালয় পরিদর্শক নৈহাটি পুর্ব – সার্কেলের ৭৫ টি প্রাথমিক বিদ্যালয় , বারাকপুর ১ পঞ্চায়েত সমিতি ও দুটি পৌরসভায় ৫০০ টি কৃষ্ণচূড়া,বকুল ও মেহগনি গাছের চারা বিতরন কর্মসূচী গত ২২ শে জুন থেকে শুরু করে ইতিমধ্যে ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়, বারাকপুর ১ পঞ্চায়েত সমিতি ও ২ টি গ্রাম পঞ্চায়েতে চারাগাছ বিতরন সম্পন্ন করে আজ ১১ ই জুলাই নৈহাটি অবর বিদ্যালয় পরিদর্শক নৈহাটি পুর্ব সার্কেলের অফিসে সাব- ইন্সপেক্টর স্কুলস দিপ কুমার মন্ডলের হাতে দুটি কৃষ্ণচূড়া ও দুটি বকুল গাছের চারা অর্পণ করলেন আটিশাড়া নব আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দাস,আগামি ১৫ ই আগস্ট আরো ২৮ টি প্রাথমিক বিদ্যালয় ২ টি পৌরসভায় বাকি চারাগাছ বিতরন সম্পন্ন করবেন জানিয়েছেন।