পরিযায়ী শ্রমিক সাবির ও আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিধায়ক নওশাদ সিদ্দিকীর মিছিল

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : আর জি কাণ্ডের ন্যায়বিচার সহ হরিয়ানায় পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে গণপিটুনিতে হত্যার প্রতিবাদে এবং আবু সিদ্দিক হালদারের পুলিশী অত্যাচারে মৃত্যুর প্রতিবাদে,এছাড়াও প্রিয়াঙ্কা হাঁসদার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, আইএসএফের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণা জেলার উস্থি থানার ঘোলা মোড় থেকে এক বিশাল মিছিল বের হয়। এই মিছিলের পুরোভাগে পা মিলিয়ে ছিলেন দলের চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক নওসাদ সিদ্দিকী। এই প্রতিবাদ মিছিল থেকে রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ব্যর্থতার জন্য পুলিশমন্ত্রীর পদত্যাগের শ্লোগান ওঠে। এই বিশাল মিছিলে এলাকার প্রচুর সংখ্যক মহিলাও যোগদান করেন। স্থানীয় সূত্রে আইএসএফ দলের পক্ষ থেকে জানা গেছে এই মিছিল চলাকালীন বাণেশ্বরপুরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মদতে তারা এই মিছিলের ওপর হামলা চালানোর চেষ্টা করে,কিন্তু প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। মিছিল শেষে আইএসএফ নেতৃবৃন্দ রা ভাষণ দেন। এখানে নওসাদ সিদ্দিকী আর জি কর কাণ্ডের বিচার চেয়ে যে দৃঢ়তার সঙ্গে নাগরিক সমাজ প্রতিদিন রাস্তায় নামছেন তার জন্য সকলকে অভিনন্দন জানান। তিনি শাসক তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারী দিয়ে বলেন, ভয় দেখিয়ে মানুষকে আর ঘরের মধ্যে আটকে রাখা যাবে না। আর জি কর কাণ্ডের পর একের পর এক দুর্নীতি যেভাবে উন্মোচন হচ্ছে তাতে এটা প্রমানিত যে শাসক দল এগুলির সাথে জড়িত। তিনি আরও বলেন, গতকাল নবান্নে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে বৈঠকও লাইভ স্ট্রিম না করার অজুহাতে ভেস্তে গেল। বৈঠকে তো জুনিয়ার ডাক্তাররা তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতেন। সেটা লাইভ স্ট্রিম করতে শাসকদলের এত আপত্তির কি হল? এমনিতে তো প্রশাসনিক বৈঠকগুলিও মাননীয়া লাইভ সম্প্রচার করেন, বোঝা যাচ্ছে সরকার সমস্যা মেটাতে আন্তরিক নয়। আই,এস,এফ মগরাহাট পশ্চিম বিধানসভা কমিটির উদ্যোগে এদিনের এই মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলে এছাড়াও ভাষণ দেন আইএসএফ দক্ষিণ ২৪ পরগণা জেলার সভাপতি আবদুল মালেক মোল্লা, সহ সভাপতি সাহাদাত শাহ্, আজিজ আল হাসান প্রমুখ।