পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান পরশপাথর সমাজসেবীসংস্থা

সেখ সামসুদ্দিন ও সামিম সেখ : গত বছর ২৩ শে মার্চ, হঠাৎই ঘোষণা হয়েছিল সমগ্র দেশে লকডাউন। সারা বিশ্বে মুক্ত দরজা বন্ধ হয়েছিল। স্কুল-কলেজ, ব্যবসা-বাণিজ্য সর্বত্র তালা ঝুলেছিল। করোনার থাবা পড়েছিল দেশ বিদেশে কর্মরত শ্রমিকদের উপরেও, তারা দূরদূরান্ত রাস্তা অতিক্রম করে নিজের ঘরে ফিরে এলেও কর্মক্ষেত্র আর তাদের আহ্বান করেনি। কেউ পেশা বদলেছে, কেউ অভাবের সংসারে কোন রকমে দিন কাটাচ্ছে। সেই সকল পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো পরশপাথর। তারা এক মাসের রেশন তুলে দিচ্ছেন। আজ ১৩ ই নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের নিমো ২ পঞ্চায়েতের সলদা বহেরা গ্রামে বসবাসকারী শতাধিক পরিযায়ী শ্রমিকদের আর্থিক অনটনের কথা ভেবে পাশে দাঁড়ান পরশপাথর সমাজসেবীসংস্থা। একদিন বা দুদিনের জন্য নয়, এক মাসের নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে রেশন সামগ্রী তুলে বিরল নজির গড়েন। পরিযায়ী শ্রমিকদের মুখের হাসি অনেক না বলা কথা জানান দেয়।