পরিযায়ীদের খাদ‍্য বিতরণ ও পত্রিকা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা,বাউড়িয়া : সম্প্রতি ‘জন সাহস’ নামের একটি সংগঠনের অর্থানুকুল‍্যে খাসখামার নারী ও শিশু কল‍্যান কেন্দ্রের সহযোগিতায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ৩০০ টি,মুর্শিদাবাদ জেলার ৩০০ টি এবং নদীয়া জেলার ৩০০ টি পরিযায়ী পরিবারের হাতে বিভিন্ন খাদ‍্য দ্রব‍্য যেমন চাল,ডাল,আটা,চিনি,ছোলা,তেল,মাস্ক, সেনিটাইজার তুলে দেওয়া হয়।গত সোমবার(১১ ই অক্টোবর)এক বিশেষ অনুষ্ঠানের মাধ‍্যমে হাওড়া জেলার ২০০ টি পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে ঐ সকল খাদ্র দ্রব‍্য তুলে দেওয়া হয় খাসখামার নারী ও শিশু কল‍্যাণের পক্ষ থেকে।সংস্থার সম্পাদিকা রহিমা খাতুনের সহযোগিতায়।দুস্থ এই পরিবার গুলির হাতে খাদ্র দ্রব‍্য তুলে দেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুরজিত দাস,এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সালেহা বেগম,সমাজ কর্মী হাসান হাসিব,ফিরোজা বেগম,আব্বাসউদ্দিন সানা,মহিউদ্দিন খান প্রমুখ।এই মহতি অনুষ্ঠানে আসগার আলি মণ্ডল-এর সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘ছুটি-ছুটি’-এর ১৩ তম বর্ষের ১৩ তম সংখ‍্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সুরজিত দাস।অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরচিত কবিতা পাঠ করেন কবি দীপক জানা,ঝুমা পাল,বিমল চন্দ্র সরদার,তরুণ মিত্র প্রমুখ।