|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ মার্চঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আজ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ঘুরলেন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রর সামনে। মেমারি ভি এম ইন্সটিটিউশন শাখা ১, গন্তার বি.এম হাইস্কুল ও রাধাকান্তপুর হাই স্কুলের সামনে গিয়ে আগত পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, নেতৃত্বগণ ও কর্মীবৃন্দ। গন্তার বি এম হাই স্কুলের সামনে যানজট কাটাতে প্রশাসনের সাথে হাত মিলিয়ে উদ্যোগী হন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়। বিধায়কের এই ভূমিকায় অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা সন্তুষ্ট।