প্রজাতন্ত্র দিবসে দিন টোটচালক অমরজিতের‌ অনবদ্য প্রয়াস

সুফি রফিক উল ইসলাম : মেমারি: ২৬ জানুয়ারী বর্ধমান জেলার মেমারির কৃষ্ণবাজার-হাটপুকুর এলাকার টোটোচালক তরুণ অমরজিৎ দেশভক্তিতে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘদিন ব্যাপী ভারতের স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের দিন দুটি নিজের মতো করে পালন করে চলেছেন। ছোটবেলায় বিহার থেকে আগত আগে রিক্সাচালক ছিলেন, এখন টোটোচালক অনাথ অমরজিৎ দীর্ঘ প্রায় দুই দশক ধরে এই দুটি দিনকে পালন করে চলেছেন। ছোটদের অংকন প্রতিযোগিতা,খাতা,পেন,চকোলেট বিতরণ এবং দুঃস্থদের শীতবস্ত্র ও পোশাক বিতরণ প্রভৃতির সঙ্গে লুচি-মিষ্টি প্রভৃতি খাওয়ানোর তবে গত বছরের মতো এবারও করোনা পরিস্থিতির জন্য খুবই স্বল্পপরিসরে এবং সীমিতভাবে প্রজাতন্ত্র দিবস পালিত হল। অমরজিৎ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ করলেন বরুণ, রোহিত, রাজেশ, বিট্টু, জ্যোতি গুপ্তা, খুশবু বেবি প্রমুখ ব্যাক্তিগণের সাহচর্যে কয়েক জন বিশেষ ব্যাক্তির সহযোগিতা ও তরুণ অমরজিতের নিজস্ব সদিচ্ছায় এই মহতী অনুষ্ঠান সুচারু হয়ে ওঠে।এ বছর কলম, চকোলেট, রসগোল্লা, সিঙারা, কচুরি প্রভৃতি বিতরণ করা হয়। অমরজিতের প্রয়াস ক্ষুদ্র হলেও উদ্যোগ মহত। মা তা‍ঁর দেশপ্রেম ও মহত মনের পরিচয় বহন করে। তাঁকে সাধুবাদ জানাতেই হয়।