|
---|
নতুনগতি ওয়েব ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ এক তরুণীকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, কলকাতার বেলগাছিয়া এলাকায়। জানা গেছে, শুধু এসএমএস নউ, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করার হুমকি দেয় বলে অভিযোগ।
ওই তরুণীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিরুক্ত করছিল স্থানীয় তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। এই আচরণের তীব্র প্রতিবাদ জানান ওই তরুণী। শাহদাতের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই তরুণীকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এমনকী তরুণীর পরিবারের সদস্যদের খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তরুণীর মোবাইলে অশ্লীল এসএমএস পাঠানোরও অভিযোগ উঠেছএ স্থানীয় তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে। তরুণীর আরও জানিয়েছে, শাহদাত তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও এগিয়ে আসেননি স্থানীয় তৃণমূলের অন্য নেতারা। এমনই অভিযোগ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া ওই তরুণীর। ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতা শাহাদত হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তবে এখনও পর্যন্ত সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যথোপযুক্ত কোনও পদক্ষেপ করেনি বলে দাবি তরুণীর।
সাংসদ ঘনিষ্ঠ হওয়াতেই পুলিশ শাহদাতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযেগা উঠেছে। একইসঙ্গে শাহদতও তাঁর সাংসদ ঘনিষ্ঠতার দাবি করে তরুণীর পরিবারকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনের পর দিন এভাবেই আতঙ্কে দিন কাটছে বেলগাছিয়ার ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকী আতঙ্কে ওই তরুণী বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তায় রীতিমতো হতাশায় ভেঙে পড়েছে পরিবারটি।