|
---|
সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর:
কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ পূর্তিতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে, হেমন্ত মুখোপাধ্যায়ের বিশেষ অনুরাগী সঙ্গীত শিল্পী হায়দার আলির উদ্যোগে এবং মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির সর্বাঙ্গীন সহযোগিতায় শ্লেটের তৈরি হেমন্তের প্রতিকৃতি বসলো মেদিনীপুর রবীন্দ্র নিলয় ক্যাম্পাসের অভ্যন্তরে দক্ষিণ দিকের প্রাচীরের গায়ে। বাচ্চাদের লেখার নটি শ্লেট একটি ফ্রেমে জুড়ে তাতে এনগ্রেভিং করে প্রতিকৃতিটি বানিয়েছে ঝাড়গ্রামের প্রখ্যাত ভাস্কর তথা শ্লেট শিল্পী সুবীর বিশ্বাস।
মঙ্গলবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ ঘরোয়াভাবে ভাবে প্রতিকৃতিটির আভরণ উন্মোচন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী জয়ন্ত সাহা। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাংস্কৃতিক সম্পাদক হায়দার আলি, সংস্কৃতিপ্রেমী সমাজসেবী আনন্দগোপাল মাইতি, মদনমোহন মাইতি,বাচিক শিল্পী অমিয় পাল, ছড়াকার বিদ্যুৎ পাল, নাট্যব্যক্তিত্ব অঞ্জন সিকদার, চিকিৎসক ডাঃ বি বি মন্ডল,শিক্ষারত্ন প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী,ভাস্কর সুদীপ মাইতি, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল,সঙ্গীত শিল্পী সুতৃপ্তা মান্ডল, মিতালী ত্রিপাঠী,সুমন্ত্র সাহা, অনিন্দ্য সেন,শাওন সিংহ, সুদীপ করণ, নৃত্যশিল্পী শিল্পী শাস্বতী শাসমল, বাচিক শিল্পী রত্না দে, নরোত্তম দে,রীতা বেরা, চিত্রশিল্পী নরসিংহ দাস, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ।
বিধি মেনে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এই প্রতিকৃতি স্থাপনের অন্যতম উদ্যোক্তা সঙ্গীত শিল্পী হায়দার আলি জানান, অসংখ্য রবীন্দ্রসংগীতকে নিজের কন্ঠে গেয়ে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে,তাই রবীন্দ্র স্মৃতি সমিতির পক্ষ থেকে কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন।