পশ্চিম বর্ধমানে বিশ্ব বাংলা শারদ সম্মানে প্রথম হল চিত্তরঞ্জন দুর্গোৎসব কমিটি।

লুতুব আলি : রাজ্যের শিল্পশহর আসানসোল ও দুর্গাপুরের সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলি সমগ্র বর্ধমানের খেতাব ছিনিয়ে নিল। বিশ্ব বাংলা শারদ সম্মান শিল্প শহরের ১২টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি সব পুরস্কার গুলি ছিনিয়ে নিল। ২০২২ পশ্চিম বর্ধমান জেলার সেরা পুজোর প্রথম খেতাব পেল ৬ এর পল্লী দুর্গোৎসব কমিটি চিত্তরঞ্জন। দ্বিতীয় সেরা স্থান পেয়েছে আসানসোলের রাধানগর অ্যাথলেটিক ক্লাব। তৃতীয় স্থান দখল করেছে দুর্গাপুরের বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মিলনী। সেরা প্রতিময় প্রথম হয়েছে দুর্গাপুরে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। দ্বিতীয় আসানসোলের কল্যাণপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তৃতীয় স্থান পেয়েছে দুর্গাপুর সেপকো সার্বজনীন দূর্গা পুজো কমিটি। সেরা মন্ডপে প্রথম হয়েছে দুর্গাপুর চতুরঙ্গ পূজা কমিটি। দ্বিতীয় স্থান পেয়েছে আসানসোলের কল্যাণপুর কে সেক্টর পূজা কমিটি। তৃতীয় স্থান দখল করেছে দুর্গাপুর মার্কনী দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি। এবারের শারদীয়া দুর্গাপুজো সমাজ সচেতনতার প্রথম স্থান দখল করেছে মহুকুমা পুজো কমিটি। দ্বিতীয় হয়েছে আসানসোলের আপকার গার্ডেন দূর্গা পুজো কমিটি। দ্বিতীয় স্থান পেয়েছে দুর্গাপুর ধান্দাবাগ পূর্বাঞ্চল সার্বজনীন দুর্গোৎসব। তৃতীয় স্থান পেয়েছে দুর্গাপুর ঊর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। ১ লা অক্টোবর রানীগঞ্জের বিডিও অফিসের কনফারেন্স হলে বারটি পুজো কমিটির হাতে ২০২২ এর বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস অরুণ প্রসাদ, অতিরিক্ত জেলাশাসক জেনারেল হরিশংকর পানিকার, রানীগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভীক বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান প্রমুখ।