বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ” পশ্চিমবঙ্গ বাঁচাও” অভিযান চলছে

সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে শুরু হয়েছে ” পশ্চিমবঙ্গ বাঁচাও ” কর্মসূচি।এই কর্মসূচির সূচনা হয় গত 9ই আগষ্ট।কর্মসূচি চলবে 11 ই আগস্ট পর্যন্ত। 9ই আগস্ট থেকে 16 আগস্ট কোনোদিন কি কি কর্মসূচি পালন করতে হবে তা লিখিত ভাবে রাজ্য দফতর থেকে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে সাংগঠনিক শক্তি অনুযায়ী কর্মসূচি পালন করা হচ্ছে।

    কোথাও কোথাও বিজেপির কর্মসূচি পালন করতে বাধার মুখে পড়তে হয়েছে বলে বিজেপি সুত্রে জানা গেছে।বিজেপি নেতৃত্ব জনিয়েছেন শাসক দল তৃণমূল পুলিশ ও প্রশাসন কে ব্যবহার তাদের রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার চেষ্টা করছে। বিজেপি সুত্রে জানা গেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাংগঠনিক এর মশাল মিছিল আটকে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে। বিষ্ণুপুর সাংগঠনিক এর পক্ষ থেকে কর্মসূচির তৃতীয় দিনে জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সোনামুখী বিধানসভার প্রায় সমস্ত অঞ্চলে বৃক্ষরোপণ করা হয় এবং কিছু গাছের চারাও এলাকার কর্মী দের হাতে তুলে দেওয়া হয়।এই কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপি নেতা তথা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী সহ বিজেপির বিভিন্ন কর্মকর্তা।ওন্দা বিধানসভার ওন্দা 2নং মণ্ডলের ওন্দা 1নং অঞ্চলের খামারবেড়িয়া গ্রামেও বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।