|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: “আইপিএল চলাকালীন হতে পারে সন্ত্রাসবাদী হামলা” গোপন সূত্রে এমনই খবর পেয়ে মহারাষ্ট্র ATS সতর্ক করেছে মুম্বই পুলিশকে। আইপিএলের টিম হোটেল এবং স্টেডিয়ামগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ।
মহারাষ্ট্র পুলিশের এটিএস সূত্রের বক্তব্য “কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ট্রাইডেন্ট হোটেল এবং মুম্বইয়ের বাকি দুই স্টেডিয়াম। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। জঙ্গিদের লক্ষ্য আইপিএলের মধ্যে বড় কোনও নাশকতা চালিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করা।”
মুম্বাই পুলিশ যে পদক্ষেপগুলি নিচ্ছে সেটা হলো:
১. আইপিএলের শুরু থেকে শেষ পর্যন্ত মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড, স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স।
২. ক্রিকেটারদের পাশাপাশি আইপিএলের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তাতেও বিশেষ খেয়াল রাখতে হবে। টিম হোটেলে ঢোকার আগে সব কর্মীর পরিচয়পত্র খতিয়ে দেখা হবে। বাসের চালক এবং অন্যান্য কর্মীদের তল্লাশি চালানো হবে।
৩. হোটেলে কোনও ক্রিকেটার নিজের পরিচিতদের আনতে চাইলে আগে থেকে টিম ম্যানেজমেন্টকে জানাতে হবে।
৪. টিম হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত গাড়ি পার্ক করে রাখা যাবে না। হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত টিম বাসে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। একটি সাঁজোয়া-গাড়ি টিম বাসের সামনে সামনে যাবে।