|
---|
সেখ সামসুদ্দিন : ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমশিন। এখন কমিশনের কর্মীরা চরম ব্যস্ত ভোট প্রস্তুতিতে। চলছে বুথ দেখা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম। এবার নির্বাচন কমিশন কিছুক্ষেত্রে পোষ্টাল ব্যালটে ভোট দেবার সুযোগ করে দিয়েছে। যাদের বয়স ৮০ বছর পেরিয়ে গেছে, যারা বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী এবং যারা কোভিডে আক্রান্ত তারা এবার ঘরে বসে ভোট দেবার সুযোগ পাচ্ছে। এরজন্য ১২ডি ফর্ম দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। যারা পোষ্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক বা অনিচ্ছুক তাদের প্রত্যেককের বাড়ি বাড়ি যাচ্ছেন কমিশনের কর্তাব্যক্তিসহ বিএলওরা।
এদিন ২৬৫ মেমারি বিধানসভার বিভিন্ন বুথের ঐ সমস্ত মানুষজনের বাড়ি বাড়ি যান। যারা ইচ্ছুক তাদের হাতে ১২ডি ফর্ম তুলে দেওয়া হয়। আর এদের মধ্যে যারা বুথে গিয়ে ভোট দিতে ইচ্ছুক তাদেরও সম্মতি নেওয়া হয়। যেহেতু পোষ্টাল ব্যালেটে ভোট দেওয়াটা বাধ্যতামূলক নয়।
শনিবার মেমারি বিধানসভার রিটার্নিং অফিসার অনামিকা বেরা (সাহা), মেমারি-১ ব্লকের বিডিও তথা অতিরিক্ত রিটার্নিং অফিসার আলি মহঃ ওয়ালি উল্লাহ সহ জেলার আধিকারিকরা মেমারির বিভিন্ন গ্রাম ঘোরেন এবং ১২ডি ফর্ম তুলে দেন।
এই সুযোগে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ভোটাররা খুবই খুশি।