|
---|
সংবাদদাতা : এই চরম রক্তসংকটের মধ্যেও সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের তৎপরতায় বিরল গ্রুপের রক্তের যোগান পেলো রোগী। সাগরদিঘী সুপারস্পেশালিটি হাসপতালে চিকিৎসাধীন প্রসূতি মহিলা সন্তোষপুর গ্রামের নাইস খাতুন,রক্তের গ্রুপ ‘বি নেগেটিভ’। রক্তে হিমোগ্লোিন কম থাকাই হঠাতই প্রয়োজন হয় জরুরী রক্তের, তবে বিরল গ্রুপের রক্ত তাই পাওয়া যাচ্ছিল না রক্ত। রক্তের সন্ধান না পেয়ে উনার পরিবারের সদস্যরা যোগাযোগ করেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের নতুন সদস্য জায়েদ সেখের সাথে। তারপর ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসেন ট্রাস্টেরই অন্যতম রক্তযোদ্ধা রানা মির্জা। সাগরদিঘী ব্লাড সেন্টারে তিনি সঞ্জীব দাসের উপস্থিতিতেই রক্তদান করেন।