|
---|
মহ: মফিজুর রহমান, উ: ২৪ পরগণা, নতুন গতি : আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবসের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলো হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়। উত্তর ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীনের উপস্থিতিতে পার্শ্ববর্তী রানীবালা গার্লস হাই স্কুলের সপ্তম ও পঞ্চম শ্রেণীর দুই ছাত্রী যথাক্রমে কোহিনূর খাতুন ও শ্রীতমা মণ্ডল যৌথভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে। মহাবিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম মোর্তুজা জাতীয় পতাকা উত্তোলনে তাদের সহায়তা করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর অস্থায়ীভাবে নির্মিত শহীদবেদীতে মাল্যদান করে স্বাধীনতা সংগ্রামে নিবেদিতপ্রাণ বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন, এন.এস.এস ইউনিটের প্রোগ্রাম অফিসার মোঃ গোলাম মোর্তুজা, কমলেশ গায়েন, সঞ্জয় পাল, সমরেশ সরদার প্রমূখ। আজকে এই অনুষ্ঠানের তাৎপর্য ও গুরুত্ব বিষয়ে শেখ কামাল উদ্দীন জানান, ‛শুধু স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন করলেই স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় না। যাঁরা নিজেদের স্বার্থের কথা না ভেবে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে প্রাণ দিয়েছিলেন, তাঁদের বাহ্যিক আড়ম্বর দিয়ে নয়, আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আর তাঁরা যে স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই স্বাধীন ভারতবর্ষ নির্মাণ করতে পারলেই তাঁদের প্রতি যথাযথ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে’। সপ্তম ও পঞ্চম শ্রেণীর দুই ছাত্রীকে পাশাপাশি রেখে স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষপূর্তিতে জাতীয় পতাকা উত্তোলনের এই প্রতীকী ও অভিনব উদ্যোগকে অভিনন্দন জানান রানিবালা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী চন্দসহ উপস্থিত অন্যান্যরা। মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এদিন স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে লরিচালকের হাতে জাতীয় পতাকা অর্পণ করে ‛হর ঘর তিরঙ্গা’র সূচনা করেন অধ্যক্ষ। এছাড়াও মহাবিদ্যালয়ের পক্ষ থেকে দেশপ্রেমকে বিষয় করে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ব্যক্ত করেন সঞ্চালক মহঃ গোলাম মোর্তুজা। এছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজীব ঘোষ, তেজেন্দ্রনাথ মণ্ডল, শঙ্কর বিশ্বাস প্রমূখ। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কলেজে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।