|
---|
নিজস্ব প্রতিবেদক:- কোচবিহার, ১১ মার্চঃ কোচবিহার ২ নং ব্লকের চকচকা মহিমা হিমঘরে আলু চাষীদের বন্ড না মেলায় চকচকায় হিমঘরের সামনে বিক্ষোভ অনশনে সামিল আলু চাষীরা। তাদের দাবি বাইরের রাজ্য থেকে এখানে এসে অনেক ব্যবসায়ীরা তাদের আলু গুদাম জাত করছেন এর ফলেই আশেপাশের আলুচাষীরা হিম ঘরে বন্ড পাচ্ছেন না। স্বভাবতই মাঠেই নস্ট হচ্ছে বেশির ভাগ আলু। এর ফলেই বিপাকে পড়েছেন চকচকা কেন্দ্রের আলু চাষীরা। আলু চাষীদের দাবী, অবিলম্বে স্থানীয় আলুচাষীদের হিমঘরে আলু রাখার বন্ড দিতে হবে।যতক্ষন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না ততক্ষন এই আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলনে সামিল হয়েছে প্রায় ১ হাজার আলুচাষী।