|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে আবার বাড়ছে আলুর দাম।এক সপ্তাহের মধ্যে শিলিগুড়িতে আলুর দাম বেড়েছে কেজী প্রতি প্রায় আট থেকে দশ টাকা।শিলিগুড়ির বিধান মার্কেট,সুভাষপল্লী কিংবা হায়দারপাড়াতে এখন জ্যোতি আলু বিক্রি হচ্ছে আঠাশ টাকা কেজী প্রতি।লাল আলু বিক্রি হচ্ছে বত্রিশ টাকা কেজী প্রতি।সব বাজারেই আলুর দাম প্রায় আকাশছোয়া।কিনতে গিয়ে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।মাছ,মুরগির পরে এবারে আলুর দামও বেড়ে যাওয়ায় মাথায় হাত সাধারন মানুষের।
বাজার করতে গিয়ে ফিরে আসবার মতন অবস্থা সাধারন মানুষের।এর পিছনে পেট্রোল এবং ডিজেল ছাড়াও বাইরের বেশ কিছু সমস্যা আছে বলছেন ব্যাবসায়ীরা।আলুর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ে গেছে ছোট ছোট হোটেল ব্যাবসায়ী এবং রাস্তার খাবারের দোকানগুলি যাদের সব খাবারের মধ্যে আলু অন্যতম প্রধান পদ।আলুর দাম বেড়ে যাওয়ায় ফুচকা বিক্রেতারা ফুচকাতে আলুর বদলে অন্যকিছু দিতে শুরু করেছেন।বিক্রেতারাও জানিয়েছেন তাদের কিনতে হচ্ছে বেশী দামে আলু,তাই দাম বেড়ে গেলে তাদের কিছুই আর করবার নেই।শিলিগুড়ির সব বাজারেই আকাশছোয়া আলুর দাম।কবে কমবে বুঝতে এবং বলতেই পারছেন না ছোট ছোট ব্যাবসায়ী এবং সাধারন মানুষ।