পথ চলতি হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট বিতরণ মেমারিতে।

নূর আহমেদ,মেমারি : এদিন বুধবার মহালয়ার পূর্ণলগ্নে এবং গান্ধীজীর জন্মদিন। এমন একটি মহতী দিনে পূর্ব বর্ধমানের মেমারি এক নম্বর ব্লকের মেমারি শহরের প্রাণ কেন্দ্র চকদিঘী মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ চলতে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পরিয়ে হেলমেট পড়ার গুরুত্ব বোঝানোর পাশাপাশি সচেতন করা হলো। প্রায় শতাধিক হেলমেট এদিন বিতরণ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একাধিক বাইক চালকের মাথায় এদিন দেখা গেল হেলমেট নেই।হেলমেট ছাড়াই তারা বাইক চালাচ্ছে। দেখে বোঝাই গেল যে এখনও কতটা সচেতনতার অভাব রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সরকার এবং প্রশাসন সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্য বিভিন্নভাবে বাইক চালকদের সচেতন করছে তা সত্ত্বেও কোথাও যেন একটা উদাসীনতার চিত্র ধরা পরল এদিন। বাইক আছে। বাইক আছে, লাইসেন্স আছে,অথচ নেই হেলমেট! এটা কি প্রশাসনের নিয়ম কে বুড়ো আঙ্গুল দেখানো নয়! প্রশ্ন করেছিলাম আমরা। উত্তরে কি বলছেন বাইক চালকেরা শোনাবো….এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ-সভাপতি মুকেশ শর্মা, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফারুক আব্দুল্লাহ, মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি জিতেন্দ্র সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দ,হেলমেট বিতরণ চলাকালীন একসময় দেখা গেল হেলমেট নিতে হেলমেট বিহীন বাইক চালকদের লম্বা লাইন। মেমারি চকদিঘি মোড়ে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সহযোগিতা করতে এগিয়ে আসে ট্রাফিক নিয়ন্ত্রণকারী কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার এবং তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।