|
---|
সেখ সামসুদ্দিন, ১৪ মার্চঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ব্লকের ৬টি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন জামালপুরের ব্লক তৃণমূল নেতৃত্ব। ব্লকের জামালপুর হাই স্কুল, বেরুগ্রাম, এ জি সি বি বিদ্যাপীঠ, কালনা কাঁসরা হাই স্কুল, পাঁচড়া হাই স্কুল, আঝাপুর হাই স্কুল, চকদিঘী গার্লস হাই স্কুলে পৌঁছে যান ব্লক তৃণমূল নেতৃত্ব। পাঁচড়া হাই স্কুলে ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন এলাকার বিধায়ক অলোক কুমার মাঝি, জামালপুর হাই স্কুল ও কালনা কাঁশরা হাই স্কুলে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান। বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে যান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক ও সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, সাহাবুদ্দিন শেখ, সারুখ মল্লিক সহ অন্যান্যরা। প্রত্যেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের হাতে পেন, গোলাপ ফুল তুলে দেওয়া হয়। পরীক্ষার প্রথম দিনেই জোতশ্রীরাম স্কুলের চারজন ছাত্র বাইক এক্সিডেন্ট করে। যারা পরীক্ষা দিতে বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে যাচ্ছিল। অত্যন্ত আহত অবস্থায় তারা স্কুলে গেলে স্কুল কর্তৃপক্ষ সাথে সাথে পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক সভাপতি সকলের সহযোগিতায় তাদের হাসপাতালে পৌঁছে দেয় এবং আজকের পরীক্ষা তারা সেখানেই দেয়।