|
---|
রায়দিঘী : নুরউদ্দিন : মানবিকতার নজির গোড়লেন রায়দিঘীর বিধায়ক,তিনি রায়দিঘীর শ্রীফলতলা এলাকায় একটি রাস্তার উদ্বোধন কর্মসূচিতে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পায় কোম্পানির ঠেক মান্নারচকে এক বাইক আরোহী পড়ে গিয়ে গুরুতর চোট পায়, আহত ব্যক্তির বাড়ি রায়দিঘীর খাঁড়াপাড়া এলাকায়,নাম বিকাশ বাবু,বয়স আনুমানিক (৪৫)। বিকাশ বাবু যখন আহত অবস্থায় পড়েছিলেন সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিধায়ক,সেই সময় রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক জলদাতা তিনি গাড়ি থেকে নেমে এলাকার ব্যবসায়ীদের সহযোগিতায় বাইক আরহীকে নিজের গাড়িতে তুলে নিয়ে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়,বিধায়ক নিজে চিকিৎসা শুরু করে দেন,বিধায়কের এই মানবিকতার সন্তোষ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি বিকাশ বাবুর যতটুকুই সাহায্যর প্রয়োজন ছিল,সাহায্যটুকু ও করলেন বিধায়ক,অন্যদিকে বিধায়ক জানিয়েছে বিকাশ বাবুর ট্রিটমেন্ট চলছে এবং অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, সিটি স্ক্যানও করতে হবে। তবে এলাকার বাসিন্দারা এলাকার বিধায়কের এই মানবিকতার বহিঃপ্রকাশ করলেন।