|
---|
লুতুব আলি, নতুন গতি : পথ শিশুদের আশার আলো : আত্ম প্রকাশ কলকাতায়। পথ শিশুদের নিয়ে নিরন্তর ভাবে কাজ করে চলেছে আশার আলো পত্রিকা। শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে পথ শিশুদের নিয়ে কাজ করা আশার আলো পরিবার আশার আলো পত্রিকার হাত ধরে প্রথম পা রাখল সাহিত্যের আঙিনায়। অনুষ্ঠানের নান্দনিক সূচনা পর্বে সম্পাদিকা তানিয়া ব্যানার্জি উপস্থিত সকল গুণীজনদের স্বাগত জানান ও স্বাগত বক্তৃতা দেন। বৃহত্তর কলকাতার বুকে এই আশার আলো পরিবার নিরবে নিভৃতে পথ শিশুদের নিয়ে নানান পরিষেবা মূলক কাজ করে চলেছেন। আশার আলো পত্রিকার আত্মপ্রকাশ কে ঘিরে ব্যাপক উন্মাদনার সঞ্চার হয়। কেক কেটে পত্রিকার জন্ম মুহূর্ত উদযাপন করা হয়। বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী কবিতা ও কথা দিয়ে আশার আলোকে উৎসারিত করেন… এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শ খানেক কবি ও গুণীজনেরা। অনুষ্ঠানের উপস্থিত সকলের সহযোগিতা কবিতা পাঠ করেন। সকলকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে পরবর্তী পদক্ষেপের রূপরেখা তৈরি ও ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালিকা বিশিষ্ট কবি ও আইনজীবী প্রমিস চৌধুরী কথার বুননী দিয়ে সকলকে মুগ্ধ করেন! অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।