কৃষক ও বিড়ি শ্রমিকদের ওপর বঞ্চনার বিল প্রত্যাহারের দাবিতে পথে সমাজবাদী পার্টি

 

    নতুন গতি , মোথাবাড়ি : কৃষি বিলের মতোই বিড়ি শ্রমিকদের বিল নিয়ে এসেছে কেন্দ্রের বিজেপি সরকার বলে দাবি করে সমাজবাদী পার্টি। তাতে কাজ হারাবেন লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। কেন্দ্রের বিজেপি সরকার বিড়ি শিল্প তুলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। বিড়ি শ্রমিকদের অধিকার ও কেন্দ্রীয় সরকারের বিড়ি শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে কালিয়াচকে প্রতিবাদ সভা করে তারা। পাশাপাশি তারা জানায়, কৃষি বিলের প্রত্যাহারে যেমন কৃষকরা অবস্থা বিক্ষোভ নেমে গোটা দেশে নজির তৈরি করেছে। একই রকমভাবে বিড়ি শ্রমিকদেরও অবস্থান বিক্ষোভের পথে যাওয়া উচিৎ। কৃষি বিলের মতো বিড়ি শ্রমিকদের বিল তৈরি হয়েছে। তাতে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে প্রতারিত হবেন বিড়ি শ্রমিকেরা। সমাজবাদীর পার্টির নেতাদের মুখে শোনা গেল, গোটা দেশে বিড়ি শ্রমিকের সংখ্যা প্রায় ৪ কোটি। গোটা রাজ্যে সেই সংখ্যাটা প্রায় ৪০ লক্ষ। মালদার জেলার শুধু কালিয়াচকের ৩টি ব্লকেই রয়েছে প্রায় ২ লক্ষ শ্রমিক। গোটা জেলা ধরলে সেই সংখ্যাটা প্রায় ৪ লাখ। বৃহস্পতিবার কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি পিডব্লিউডি ময়দানে প্রতিবাদ সভা করে সমাজবাদী পার্টি। এদিন হাজির ছিলেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি অরুণ মন্ডল, সহ সভাপতি মানশুর বিশ্বাস, রাজ্য সভানেত্রী সেবি বেগম, ব্লক সভাপতি মাজহারুল মাস্টার প্রমুখ। সহ সভাপতি মানশুর বিশ্বাস বলেন, ‘আমরা সব সময় বিড়ি শ্রমিকদের পাশে থেকে এসেছি। আগামীতেও থাকবো। ‌কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। বিড়ি শ্রমিকদের বঞ্চনা কিছুতেই মেনে নেওয়া যাবে না।’‌ রাজ্য সভানেত্রী সেবি বেগম বলেন, ‘‌কেন্দ্রীয় সরকারের অদূরদর্শীতায় কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক। আমাদের এখন থেকেই সচেতন হতে হবে। কৃষকদের মতোই আমাদের আন্দোলন সংগঠিত করতে হবে। গোটা দেশটা পুঁজিপতিদের হাতে চলে যাচ্ছে। আর এখানে এসে বলছে সোনার বাংলা করবে বিজেপি। ওদের এসব ভাঁওতাবাজিতে সাধারণ মানুষ বিশ্বাস করে না।’