প্রতিবন্দীকে সাবলম্বী করতে দুয়ারে খাবার দোকান উপহার দিলেন রিয়ারুবি ও আজিজুর

সংবাদদাতা, কোলকাতা : কোলকাতার এক দুস্থ প্রতিবন্ধীকে সাবলম্বী করতে ট্রাইসাইকেলে “দুয়ারে খাবার দোকান” বানিয়ে উপহার দিলেন কোলকাতার বিশিষ্ট সমাজসেবী রিয়ারুবি ও পূর্ব বর্ধমানের তার ভাই আজিজুর রহমান। সাথে দিলেন গ্যাস ওভেন, ডজকি, সহ সকল রান্নার সরঞ্জাম। তাদের সাথে বিভিন্ন শুকনো খাবার ও কাঁচা সবজি দিয়ে পাশে দাঁড়ালেন, নিতু সাহা ও ইমরান আলি। রবিবার সন্ধায় বানানো খাবার ক্রেতাদের প্লেটে তুলে দিয়ে দোকানের সুচনা করলেন, স্থানীয় ৩৮ নং বিধাননগর ওয়ার্ডের কো-অডিনেটর প্রবীর সর্দার ও সাংবাদিক সফিকুল ইসলাম। সুচনার দিন দোকান কর্মচারী সেজে ক্রেতাদের হাতে খাবার তুলে দেন আজিজুর ও রিয়ারুবি। জানা গেছে, কোলকাতা সল্টলেক সেক্টর ৪ এলাকার শান্তি নগরের বাসিন্দা বিক্রম লামা একজন প্রতিবন্ধী ব্যাক্তি। তিনি একটি বেসরকারী কোম্পানীতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। কয়েক বছর পূর্বে আঙুলের ফাঁকে হওয়া হাজা, আচমকা ঘা এ পরিনত হয়। তা পচন ধরে ধীরে ধীরে মারাত্বক আকার নেয়। বহু জায়গায় চিকিৎসা করাতে গিয়ে তিনি জমানো পুঁজি সহ সর্বস্ব খুইয়ে দেন। তাছাড়াও বড় অঙ্কের দেনায় পরে যান। অবশেষ হাঁটুর নিচে থেকে বাদ দিতে হয় তার বাম পা। তারপর থেকে বিক্রম বাবুর জীবনে কঠিন পরিস্থিতি নেমে আসে। তার দুই ছেলে সেই ভাবে উপার্জন করতে না পারায় তিনি বাড়ি বন্দি জীবনে অতিষ্ট হয়ে পরেন। বর্তমানে বেকার হয়ে বহু কষ্টে তাকে সংসার চলাতে হয়। কোনদিন খাবার জোটে তো ওষুধ জোটে না তার। এমন দিনে তাকে আর্থিক ভাবে সাবলম্বী করতেই এমন উদ্দ্যোগ নিয়েছেন আজিজুর ও রিয়ারুবি। তাকে উপহার দিতে গলসি থেকে ট্রাইসাইকেলে “দুয়ারে খাবার দোকান” বানিয়ে কোলকাতা নিয়ে  আসে আজিজুর। এবং সকলে মিলে ওই উপহার তুলে দেন বিক্রম লামার হাতে। জানা গেছে, কয়েকমাস পূর্বে গলসি থেকে এমন কাজ শুরু করেছেন রিয়া ও আজিজুর। তাদের ওই কাজের বেশই প্রশংসা করেছেন বিক্রম লামা র পরিবার ও পরিজন সহ স্থানীয়রা।