|
---|
সেখ সামসুদ্দিন, ৫ জুনঃ মেমারি পৌর পরিচালিত উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। মেমারি পৌরসভা পরিচালিত দুটি সুস্বাস্থ্য কেন্দ্র একটি ১২ নম্বর ওয়ার্ডের নবপল্লীতে অপরটি ১৫ নম্বর ওয়ার্ডের ইছাপুর স্বস্তের পাড় এলাকায় চলছে এবং দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে একটি দীঘিরপাড় এলাকায় চলছে এবং অপরটি ৫ নম্বর ওয়ার্ডের পথসাথীতে যার আজ সূচনা হলো। মোট চারজন চিকিৎসক তিনজন স্টাফ নার্স নিয়ে সপ্তাহে ছুটির দিন ছাড়া সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত পরিষেবা দেয়া হবে। আজ পথসাথীতে উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন ডাঃ অর্কপ্রভ ঘোষ, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জীব ঘোষ, ৫ নম্বর ওয়ার্ডের শুভময় ভট্টাচার্য্য, বিকাশ ক্ষেত্রপাল, এফটিএস টিংকু দাস সহ ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীরা। এখান থেকে শুধু পাঁচ নম্বর ওয়ার্ড নয় যে কোন মানুষ এসে স্বাস্থ্যপরিসেবা চাইলে নিতে পারবেন বলে জানান ওয়ার্ড কাউন্সিলর সহ চিকিৎসক। এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহ ঔষধ দেয়া হবে। এছাড়াও প্রেসার বা সুগার নির্ণয় করার ব্যবস্থাও থাকছে।