|
---|
সেখ সামসুদ্দিন, ৭ আগস্টঃ মেমারি পৌরসভার আয়োজনে পৌরকরণে বাইশে শ্রাবণ উপলক্ষে কবিগুরুর স্মরণ সভা করা হয়। কবির ছবিতে মাল্যদান করেন প্রবীণ তবলা বাদক দেবদাস নন্দী ও তাকে সহযোগিতা করেন পৌর কর্মী দিব্যেন্দু ভট্টাচার্য্য। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত করেন সোনিয়া গোস্বামী। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সঞ্চালক দিব্যেন্দু ভট্টাচার্য্য। পরে সঙ্গীত পরিবেশন করেন করবি বসু, অস্মি গোস্বামী, জয়ন্ত গাঙ্গুলী, সাথী সান্যাল, বুলবুল ব্যানার্জী, নবনীতা ঘোষ, বিকাশ ভট্টাচার্য্য প্রমুখ। এদিনের অনুষ্ঠানে লক্ষ্যনীয় ছিল পৌরকর্মীরা উপস্থিত থাকলেও পৌরসভার ১৬ জন কাউন্সিলর এর মধ্যে একজনও উপস্থিত ছিলেন না। জানা যায় চেয়ারম্যান অসুস্থ থাকায় থাকতে পারেননি। কিন্তু বাকি কাউন্সিলরদের মধ্যে কেউ কেন থাকলেন না তার কোন সদুত্তর নেই।