পৌরসভা ও যুব কল্যান দপ্তরের যৌথ উদ্যোগে রাখী পূর্নীমা উৎসব পালন হয় রাজ্য 19 August 2024 by নতুন গতি নূরআহমেদ : মেমারি পৌরসভা ও যব কল্যান দপ্তরের যৌথ উদ্যোগে মেমারি বামুন পাড়া মোড়ে রাখী পূর্নীমা উৎসব পালন হয়। ছিলেন, পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী, যুব কল্যান দপ্তরের আধিকারিক সান্ত্বনু মুখার্জী ও বেশকিছু কাউন্সিলর বৃন্দ।