|
---|
নিজস্ব সংবাদদাতা : আধুনিক কালের বিশিষ্ট প্রাবন্ধিক খায়রুল আনাম বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। গভীর রাতে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। আনামের ভাই জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, শ্যালক স্বাস্থ্য আধিকারিক সৈয়দ আফরোজ আলম সব সময় উপস্থিত থেকে পুরো ব্যবস্থাটাই দেখভাল করেন। আনামের আকর্ষ্মিক অসুস্থতার খবরে অস্ট্রেলিয়ার কৃষি বিজ্ঞানী, আত্মীয়, ড: আবুল কালাম সামশুল হুদা, বিজ্ঞানী ও আত্মীয় ড: এম এস জোহা, ভাষাবিদ ড: পবিত্র কুমার ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি দ্রুত আরোগ্য কামনা করেন। খায়রুল আনামের সহস্রাধিক প্রবন্ধ রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা এক। আনাম বর্তমানে বহু অজানা তথ্য সম্বলিত কবি নজরুল সম্পর্কে এক গবেষণামূলক গ্রন্থ রচনায় নিয়োজিত ছিলেন। এছাড়াও ভারতীয় মুসলিম সমাজের অনুসন্ধানমূলক ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে লেখছিলেন। তাঁর অসুস্থতার খবরে চুরুলিয়া-নিমশা এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেন। পরিবারের পক্ষ থেকে কাজী আয়েশা আনাম তাঁর আরোগ্যের জন্য সবার নিকট দোআ করার আবেদন জানিয়েছেন।