|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামা বর্ধমানের শিবিরে ব্যাপক সাড়া। প্রায় তিন হাজার বছরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামা। পূর্ব বর্ধমানের বড়শুলের শিফা হিজামা পয়েন্ট এই চিকিৎসা ব্যবস্থার ওপর বিভিন্ন জায়গায় শিবির ঘটিয়ে ব্যাপক সাড়া মিলেছে। বর্ধমান শহরে ও হিজামা র শিবিরের ব্যবস্থা আছে বলে শিফা হিজামা পয়েন্ট এর কর্ণধার হিজামা থেরাপিস্ট হাফিজ আহমাদুল্লাহ জানান। তিনি বলেন, বিগত কয়েক বছরে এই চিকিৎসা পদ্ধতি বিভিন্ন জায়গায় শিবির ঘটিয়ে রোগীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। হিজামার প্রাচীন পদ্ধতিকে আধুনিকভাবে উত্তরণ ঘটিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। নারী পুরুষ উভয়েই এই চিকিৎসার সুযোগ পান। হিজামার মাধ্যমে পেশীতে টান, সমগ্র শরীরে ব্যথা, বেদনা, বহু পুরাতন রোগ মাইগ্রেন, চর্মরোগ, বাত, শ্বাসকষ্টের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তিনি আর ও বলেন, রোগীদের প্রায় নব্বই শতাংশ শিফা হিজামা পয়েন্ট থেকে পরিষেবা নিয়ে সেরে উঠেছেন। রাজ্যের সমস্ত ব্লকে, ব্লকে প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামা কে শিফা হিজামা পয়েন্ট শিবির করার জন্য উদ্যোগ গ্রহণ করবে।