প্রাচীন সাংস্কৃতিক সংস্থা “সংস্কৃতি শিয়াখালা হুগলীর” অনুষ্ঠিত হয়

শেখ আবদুল আজিম : হুগলির জেলার অন্যতম প্রাচীন সাংস্কৃতিক সংস্থা “সংস্কৃতি শিয়াখালা হুগলীর” আয়োজনে হরিপাল শিববাটির মোড়ে শংকর লাল দে এর বাড়ি অনুষ্ঠিত হলো বন্দেমাতরম শিরোনামে আগস্ট মাসের অধিবেশন, প্রধান অতিথি রূপে উপস্তিত ছিলেন হরিপাল কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মৈনাক কুমার দে মহাশয়,এদিনের অনুষ্ঠানে প্রায় ৩৫জন সদস্য তাঁদের দেশাত্মবোধক অনুষ্ঠান নিবেদন করেন, সাহিত্য সংঙ্গীত বাঁশি ও মাউথ অর্গ্যান এর অনুষ্ঠান নিবেদিত হয়, এদিনের অনুষ্ঠানে দর্শক সংখ্যা ছিল চোখে পড়ার মতোই, বিশেষ ভাবে এই সংগঠণ শুধু সাহিত্য সংঙ্গীত চর্চা করেন এমন নই তাঁরা মাসে মাসে সদস্য দের মধ্য প্রতিযোগিতা করেন বারো টা মাসের তেরো টা পার্বণ কে কিভাবে পালন করছেন, এই মাসের প্রথম স্থান যিনি অধিকার করেন তাঁর হাতে পুরস্কার তুলে দেন সংস্থার প্রচার বিভাগের সম্পাদক এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবজ্যোতি অধিকারী ,অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন সংস্থার সম্পাদক মানস ঘোষ।