|
---|
নিজস্ব সংবাদদাতা : সোমবার ভারত প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমেছিল পার্থে, প্রতিপক্ষ দল ছিল ওয়েস্টন অস্ট্রেলিয়া। ভারত এই ম্যাচ ১৩ রানে জয় লাভ করে। যদিও ভারতের হিটম্যান রোহিত শর্মা চূড়ান্ত ব্যর্থ।
রোহিত শর্মা মাত্র ৩ রান করে ফিরে যান, ৯ রান করেন রিশব পনথ,ধীরগতিতে ভারতের ইনিংস শুরু হয়। তবে আজ দুর্দান্ত খেলেন সূর্য কুমার যাদব, তার ব্যাট থেকে আসে ৫২ রান, হার্দিক পান্ডিয়া ঝড়ো ২৭ রানের ইনিংস খেলেন। দীনেশ কার্তিক অপরাজিত থাকেন ১৯ রানে। ভারত ২০ ওভারে তোলে ১৫৮ রান।
ওয়েস্টন অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ভারতীয় বোলার দের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারেনি। ভারত এই ম্যাচ ১৩ রানে জিতে নেয়। তবে ভারতের টপ অর্ডার নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে ।