|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : দলের অগ্রজ নেতৃত্বকে সম্মাননা জানিয়ে ঝাপানডাঙ্গায় প্রধান পদে আসীন হলেন রমজান শা। হাওড়া বর্ধমান কর্ড লাইনে ঝাঁপানাডাঙা স্টেশন। এই স্টেশনের সন্নিকটে আবুঝাটি ১ নং গ্রাম পঞ্চায়েত অফিস। এই গ্রাম পঞ্চায়েতটি পূর্ব বর্ধমানের জামালপুরের মধ্যে অন্তর্ভুক্ত। এই গ্রাম পঞ্চায়েত পদে শপথ গ্রহণের দিন দেখা গেল এক বিরল ছবি। ঝাঁপন ডাঙ্গা এলাকার বাসিন্দা রমজান শা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে পঞ্চায়েত প্রধান পদে শপথ নিতে যাওয়ার আগে প্রাক মুহূর্তে দলের অগ্রজ প্রয়াত নেতৃত্বদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শহীদ বেদীতে মাল্যদান করে সটান চলে যান শপথ নিতে। দলের প্রয়াত ব্লক সভাপতি গৌড় চন্দ্র ঘোষ, বিপ্লব ঘষেদের সম্মান প্রদর্শন করায় দলীয় নেতৃত্ব রাও ভীষণ খুশি হয়েছেন। দলীয় নেতৃত্বরা জানান এই ছবি সচরাচর দেখা যায় না। তিনি যে পিছনের দিনগুলিকে মনে রেখেছেন তার জন্য তারা ও সন্তোষ প্রকাশ করেন। রমজান সাহেব শপথ নিয়ে এসে বাইরে দাঁড়িয়ে থাকা অগ্রজ দলীয় নেতৃত্বদের তিনি প্রণাম করেন। তাঁর নিজের গলার বরণের মাল্যখানি অগ্রজ নেতার গলায় পরিয়ে দেন। রমজান সাহেব আদতে সাদামাটা মানুষ। কোন কিছু প্রলোভনের হাতছানি তাকে দিতে পারেনা। সমস্ত দিকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ই তাকে প্রধানের মতো গুরুত্ব দায়িত্ব দেন দলীয় নেতারা। এক সাক্ষাৎকারে রমজান শা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের পঞ্চায়েত গড়ার কথা বলেন তাকে মান্যতা দেওয়ায় তাঁর প্রধান লক্ষ্য। এলাকার পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট মেরামতিতে তিনি প্রথম থেকেই প্রাধান্য দিয়ে কাজ করতে চান। তিনি আরও জানান, এ ব্যাপারে দলীয় নেতৃত্বদের সব সময় পাশে পাবেন বলে আশা প্রকাশ করেন। তাঁর প্রধান পদে আসীন হওয়ার নেপথ্যে ভূমিকা অনস্বীকার্য তাঁরা হলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, রমজান সাহেবের অভিভাবক ব্লক সভাপতি মেহমুদ খান, ভূতনাথ মালিক, অঞ্চল স্তরের নেতৃত্ব নবকুমার চক্রবর্তী, হারাধন চক্রবর্তী, লক্ষণ মালিক, কল্পনা সাঁতরা প্রমুখদের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।