শহীদ দিবসে প্রগতিশীল যুব লীগের কনভেনশন বোলপুরে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: 1931 সালের 23 শে মার্চ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব এই তিন জন শহীদ হন। তাদের স্মৃতিতে প্রতি বছর দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয় বিভিন্ন গন সংগঠনের পক্ষ থেকে।

    গতকাল বোলপুরের রাজতরঙ্গিনী হলে প্রগতিশীল যুব লীগের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে দিনটি পালন এবং এক কনভেনশন অনুষ্ঠিত হয়। সাম্রাজ্যবাদ আগ্রাসনের বিরোধিতা করার পাশাপাশি দেওচা পাঁচামিতে জনবিরোধী কয়লাখনি প্রকল্প বাতিল ও রামপুরহাটে নরকীয় হত্যার বিরুদ্ধে আওয়াজ ওঠে। শহীদদের প্রতিকৃতি সহ সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল বোলপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।

    উপস্থিত ছিলেন প্রগতিশীল যুব লীগের রাজ্য সম্পাদক মানবেন্দ্র ঝা, সভাপতি বিমল মন্ডল ও আমন্ত্রিত বক্তা হিসেবে ছিলেন নকশাল নেতা শৈলেন মিশ্র।