|
---|
শেখ আব্দুল আজিম (ডানকুনি) ১৩ ই নভেম্বর ২০২২ রবিবার ডানকুনি শিক্ষার আলো দ্বারা পরিচালিত ডানকুনি সুভাষপল্লীর মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সকাল সকাল প্রয়াত ও রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের স্মৃতিকে সামনে রেখে সেনাবাহিনীর পদযাত্রা সেনাবাহিনী ছাড়াও এলাকার অনেক মানুষ অংশগ্রহণ করেন। প্রসঙ্গত প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের স্মরণে রক্তদান শিবিরে ডানকুনি ছাড়াও আশেপাশের এলাকা ছাড়াও কলকাতা থেকেও মহিলা ও পুরুষ উৎসাহের সাথে রক্তদান করেন। উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার মহাশয়া, এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, কলকাতা টিভির সিনিয়র সাংবাদিক দুর্গাদাস ব্যানার্জি, চিত্রপরিচালক রানা ব্যানার্জি ও বিশিষ্ট গুণীজন ছাড়াও সেনাবাহিনীর টেকনিশিয়ান নায়েক মুবাই মন্ডল সেনাবাহিনীর অন্যান্য আধিকারিকগণ এই সমগ্র অনুষ্ঠানে দায়িত্বে ছিলেন আমান মন্ডল। হাসিনা শবনম ও সেনাবাহিনীর আধিকারিকগণ রক্তদাতা এবং ডানকুনিবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।