|
---|
নূর আহমেদ,মেমারী : ফের রাজনৈতিক আঙিনায় নক্ষত্র পতন। বৃহস্পতিবার সকাল ৮.২০ মিঃ প্রয়াত হন পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের সাথে সাথেই শেষ হল একটি যুগের।
বৃহস্পতিবার মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মেমারীর চকদিঘি মোড় সংলগ্ন লরি ইউনিয়নের সামনে থেকে বিকেল ৫ টায় শুরু হয় এক শোক মিছিল। এর পর চকদিঘীমোড় হয়ে কৃষ্ণ বাজার, স্টেশন বাজার মধ্যে দিয়ে বামুনপাড়া মোড়ে গিয়ে শেষ হয় এই শোক মিছিল।
মিছিল শেষে এক শোক প্রস্তাবে সিপিআইএম নেতা অভিজিৎ কোঙার বলেন, পশ্চিম বঙ্গের রাজনৈতিক জীবনে এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন কৃতি ছাত্র। তিনি নিজেকে বিপ্লবী কবি বলে পছন্দ করতেন। তিনি নিজস্ব অধ্যাবসায় পশ্চিম বঙ্গের মানুষের কাছে স্বীকৃতি আদায় করে নিয়ে ছিলেন। তবে তার এই প্রয়ানে তৈরী হল শূন্যতা। রাজনৈতিক জীবনে তার অবদান অনস্বীকার্য। এদিনের শোক মিছিলে পা মেলান শেখ মনিরুদ্দিন, সঞ্জীব চক্রবর্তী, অভিজিৎ কোঙার, প্রশান্ত কোঙার, সনৎ ব্যানার্জী পিযুষ বিশ্বাস সহ প্রমুখ।
ছবি:- বৃহস্পতিবার মেমারীতে শোক মিছিল
নূর আহম্মেদ, মেমারী