প্রাক শীতে হাজার দুস্থদের শীতবস্ত্র বিতরণে মঙ্গলকোট পুলিশ

পারিজাত মোল্লা, মঙ্গলকোট :বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানর মঙ্গলকোট থানার উদ্যোগে কালীপুজো উপলক্ষে এলাকার দুস্থ এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হলো। এছাড়াও মঙ্গলকোট থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে দেওয়া হলো শীতবস্ত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অ্যাডিশনাল এসপি (গ্রামীণ ) রাহুল পান্ডে, কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ সমস্ত পুলিশ আধিকারিকরা। এলাকার মানুষজন প্রাক শীতে এই শীত বস্ত্র পেয়ে মঙ্গলকোট থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলকোট থানার পুলিশ সারা বছরই নানান সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন বলে জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।