প্রাকৃতিক দুর্যোগে “পাকা ধানে মই” কৃষকদের।

নূর আহমেদ,মেমারি : ২৭ অক্টোবর। সম্প্রতি দানার প্রভাবে লাগাতার বৃষ্টির কারণে আবারও দুশ্চিন্তায় মেমারি এলাকার কৃষকেরা। পূর্ব বর্ধমানের মেমারি দু’নম্বর ব্লকের বিজুর এক গ্রাম পঞ্চায়েতের মেলনা গ্রামে বিঘার পর বিঘা জমির ধান জলের তলায়। ধান কাটার মুহূর্তে তৈরি ফসল এভাবে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এখনো পর্যন্ত সরকারি কোনো আধিকারিকরা পরিদর্শনে যাননি বলেও অভিযোগ কৃষকদের।সামনেই আলু চাষ, এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর চাষও অনেকটা পিছিয়ে যাবে বলে মনে করছেন কৃষকেরা, তাই এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে কৃষকেরা। মেমারি দু’নম্বর ব্লকের পাশাপাশি মেমারী এক নম্বর ব্লকের ইছাপুর এলাকাতেও সেই একই হাল। কৃষকদের।প্রায় আড়াইশো বিঘা জমির ধান জলের তলায়।