প্রাণ প্রেম প্রয়াসের বার্তা নিয়ে শুরু হচ্ছে বড়শুল উৎসব।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : প্রাণ প্রেম প্রয়াসের বার্তা নিয়ে শুরু হচ্ছে বড়শুল উৎসব। পঞ্চাশের দশকে বড়শুল উন্নয়নী প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে প্রাণ প্রেম প্রয়াস এই বার্তা দিতে উন্নয়নীতে এই তিনটি মন্ত্রের ফলক লাগানো হয়েছিল। পশ্চিমবঙ্গের রূপকার স্বর্গীয় ডা: বিধান চন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বড়শুলে এই সিডিপি প্রজেক্ট এর সূচনা হয়েছিল। প্রাণ প্রেম প্রয়াসের সংকটের ফলে এক বিপর্যস্ত অবস্থা চলছে! বড়শুল উৎসব কমিটি ২০২৩ সালে নবপর্যায়ে বড়শুল উৎসবের সূচনা করে। বড়শুল উৎসবের লোগোতে সেই প্রাণ প্রেম প্রয়াস কে প্রাধান্য দেয়া দেওয়া হয়েছে। ১৩ নভেম্বর বড়শুলের কুটুমবাড়ি প্রাঙ্গণে ২০২৪ সালের বড়শুল উৎসবের উদযাপনের কথা ঘোষণা করেন বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা এই উৎসব কমিটির সম্পাদক রমেশ চন্দ্র সরকার। রমেশ চন্দ্র সরকার জানান, আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবপর্যায়ের দ্বিতীয় বর্ষের বড়শুল উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বহিরাগত শিল্পীদেরও সুযোগ দেওয়া হয়েছে। উৎসবের বিভিন্ন দিনে থাকছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, ছবি আঁকা, খেলাধুলা এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের আলোচনায় সভায় উপস্থিত ছিলেন বড়শুল ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাজিরা বেগম, উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা মোঃ হাবিব, মোঃ সিরাজ উদ্দিন, শেখ নাজির, জয়ন্ত বিশ্বাস। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারকনাথ রায়, শেখ মোঃ মহসিন, অনিল সরকার, সঙ্গীতা ঘোষ মোদক, শেখ শফিক, অরুণ গোলদার সহ অন্যান্যরা।